বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘অখণ্ড ভারত আবার তৈরি হবে’

বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব বলেন, অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠা অখণ্ড ভারত গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

by ঢাকাবার্তা
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব

ঢাকাবার্তা ডেস্ক ।। 

ভারতের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের প্রাক্কালে নতুন করে ‘অখণ্ড ভারত’ প্রসঙ্গ টেনে আনল ক্ষমতাসীন দল বিজেপি। আজ শনিবার বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব তাঁর রাজ্যে এক অনুষ্ঠানে বলেন, অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠা অখণ্ড ভারত গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আগামী সোমবার বিপুল আয়োজনে অযোধ্যায় অসমাপ্ত রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিনে ‘প্রাণ প্রতিষ্ঠা’ হবে ‘রামলালা’র (বালক রামচন্দ্র) বিগ্রহে। সেই উপলক্ষে রাজ্যে রাজ্যে বিজেপি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। মধ্যপ্রদেশের বৈরাগড় এলাকায় তেমনই এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব আজ অখণ্ড ভারত গড়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘ঈশ্বরের ইচ্ছাতেই রামমন্দির তৈরি হয়েছে। তাঁর ইচ্ছাতেই এটা হবে অখণ্ড ভারত গড়ে তোলার এক বিরাট পদক্ষেপ।’

অখণ্ড ভারত ধারণা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের মূল মতাদর্শের অন্যতম। সেই ধারণায় একসময় ভারতবর্ষের ব্যাপ্তি ছিল পশ্চিমে আফগানিস্তান (গান্ধারী কান্দাহারেরই কন্যা) থেকে পূর্বের মিয়ানমার ও উত্তরে তিব্বত থেকে দক্ষিণের শ্রীলঙ্কা পর্যন্ত। অর্থাৎ মোহন যাদবের কথা মতো অখণ্ড ভারত কোনো দিন প্রতিষ্ঠিত হলে আফগানিস্তান, পাকিস্তান, তিব্বত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কা অস্তিত্বহীন হয়ে পড়বে।

বিতর্ক প্রথম সৃষ্টি করেছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘এই মানচিত্র নেপালসহ ভারতের অন্য প্রতিবেশী রাষ্ট্রে অহেতুক ও ক্ষতিকর বিতর্কের জন্ম দিতে পারে। বিভিন্ন প্রতিবেশীর সঙ্গে ভারতের বিশ্বাসের যে ঘাটতি রয়েছে, তা বাড়িয়ে দেওয়ার মতো উপাদান এই মানচিত্র রয়েছে। বিষিয়ে তুলতে পারে দ্বিপক্ষীয় সম্পর্ক।’

ওই মানচিত্র নিয়ে বাংলাদেশেও উত্তেজনা দেখা দিয়েছিল। বিভিন্ন সংগঠন মনে করেছিল, ওই ম্যুরাল রাখার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবমাননা করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছিল।

বাংলাদেশের সে সময়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সেই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ভারত জানিয়েছে, ওই ম্যুরালে সম্রাট অশোকের সাম্রাজ্য দেখানো হয়েছে। সেটি ছিল যীশুখ্রিষ্টের জন্মেরও ৩০০ বছর আগে। ভারতের ব্যাখ্যা অনুযায়ী, ওই মানচিত্রে আঞ্চলিক সাংস্কৃতিক সাযুজ্য ধরা হয়েছে। শাহরিয়ার বলেছিলেন, ওই ম্যুরাল নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের প্রাক্কালে বিভ্রান্তির সেই অবকাশ অখণ্ড ভারত গঠন সম্পর্কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন করে তৈরি হলো কি?

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net