রবিবার, মার্চ ১৬, ২০২৫

‘অধিনায়কত্ব’ নিয়ে সাকিবের ভিন্ন সুর

সাকিব আরও যোগ করে বলেছেন, ‘আর যদি মনে হয়, শান্ত-মিরাজ-লিটনরা যেহেতু আছে, ভালো কিছু করার সম্ভাবনাও ওদের মধ্যে আছে। ওরা আরও বেশি ইয়াং, এনার্জেটিক। তাতে খারাপ হওয়ার কোনও কারণ আমি দেখি না।’

by ঢাকাবার্তা ডেস্ক
‘অধিনায়কত্ব’ নিয়ে সাকিবের ভিন্ন সুর

খেলা ডেস্ক।।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে একটি বেসরকারী টেলিভিশনে সাকিব আল হাসান জানিয়েছিলেন, বিশ্বকাপের পর একদিনের জন্যও অধিনায়ক থাকবেন না। তবে বিশ্বকাপ শেষ হতেই সুর পাল্টেছেন বাঁহাতি অলরাউন্ডার। এবার বলেছেন, দলের প্রয়োজন হলে আরও কিছুদিন অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচনের পর।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বিএসএল আড্ডায় এসব কথা বলেছেন সাকিব আল হাসান। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেছেন, ‘এই সিরিজের পর আমাদের নির্বাচনটাও শেষ হবে। নির্বাচন শেষে আমরা একটা সিদ্ধান্ত নিবো। কীভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায়। সবাই মিলে চিন্তা করে যেটা ভালো মনে হয় আমরা সেটাই করবো। যদি মনে হয় আরও কিছুদিন কন্টিনিউ করা উচিত তাহলে সেটাই।’

সাকিব আরও যোগ করে বলেছেন, ‘আর যদি মনে হয়, শান্ত-মিরাজ-লিটনরা যেহেতু আছে, ভালো কিছু করার সম্ভাবনাও ওদের মধ্যে আছে। ওরা আরও বেশি ইয়াং, এনার্জেটিক। তাতে খারাপ হওয়ার কোনও কারণ আমি দেখি না।’

ভবিষ্যতে বোর্ড সভাপতি হলে দেশের ক্রিকেটের জন্য কী করবেন সেই প্রশ্নে সাকিবের উত্তর ছিল, ক্রিকেটের বেইজ শক্তিশালী করার পাশাপাশি ক্রিকেটের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করবেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট এবং স্কুল ক্রিকেট নিয়েও কাজ করার ইচ্ছা আছে তার। তরুণ ক্রিকেটারদের যত বেশি খেলার সুযোগ করে দেওয়া হবে, তত ভালো মানের উদীয়মান ক্রিকেটার আসবে বলেও মন্তব্য করেছেন সাকিব।

 

আরও পড়ুন: হার দিয়ে শুরু বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net