বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

অবরোধের আগের রাতে ঢাকায় ৩ বাসে আগুন

৪০ মিনিটের ব্যবধানে এ তিন মাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

by ঢাকাবার্তা ডেস্ক
অবরোধের আগের রাতে ঢাকায় ৩ বাসে আগুন

রাজধানী ডেস্ক।।

বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে ঢাকার সড়কে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার আরামবাগে নটরডেম কলেজের সামনে আন্তঃজেলা রুটের একটি বাসে, গাবতলীতে একটি লোকাল বাসে এবং গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্র ও শনি দুই দিনের বিরতি দিয়ে রোববার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চতুর্থ দফায় দুই দিনের টানা অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। এর আগের রাতে ৪০ মিনিটের ব্যবধানে এ তিন মাসে আগুন দেওয়ার খবর এল।

 

এদিন ফায়ার সার্ভিসের কাছে বাসে প্রথম আগুন দেওয়ার তথ্য আসে রাত ৮টা ২০ মিনিটে। নটরডেম কলেজের সামনে আন্তঃজেলা রুটের একটি বাসে আগুনের ঘটনার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায় বলে জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব।

গণমাধ্যমকে তিনি জানান, লাল সবুজ পরিবহন নামের বাসটি নটরডেম কলেজের বিপরীতে এজিবি কলোনি সংলগ্ন রাস্তায় দাঁড়ানো ছিল। নোয়াখালিগামী বাসটি গ্যারেজ থেকে বের হয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে চালক ও হেলপার কাউন্টারে যান। বাসটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এসময় গাড়িতে কে বা কারা আগুন দেয় জানিয়ে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, গাড়িটির বেশ ক্ষতি হয়েছে।

এছাড়া রাত সাড়ে ৮টার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী-যাত্রাবাড়ী রুটের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

এ দুটি ঘটনার আরও কিছু পরে রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে বলে দায়িত্বরত কর্মকর্তা জানান।

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতালের পর একে একে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করে আসেছ। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে পরবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে সমমনা জোট ও দলও এ কর্মসূচি পালন করছে।

 

আরও পড়ুন: গুলিস্তানে বিকল্প পরিবহনের বাসে আগুন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net