রাজনীতি ডেস্ক।।
বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন কোনো প্রভাব পড়েনি চট্টগ্রামে। বুধবার (৮ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকা এবং বাস স্টেশন ঘুরে স্বাভাবিক চিত্র দেখা গেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। সরেজমিনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, অবরোধে বাস, ট্রাক, পিকআপ, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। স্বাভাবিক যানজটও রয়েছে নগরীর বিভিন্নস্থানে।
এছাড়া নগরীর দামপাড়া, অলঙ্কার, চান্দগাঁও, বহদ্দারহাট এলাকার দূরপাল্লার বাসের কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লাসহ দূরপাল্লার বাস চলাচল করছে। নগরীর অলঙ্কার মোড়ের এনা বাস কাউন্টারের দায়িত্বরত কর্মী রাজু বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাসহ অন্যান্য জেলায় এনা পরিবহনের গাড়ি ছেড়ে যাচ্ছে। কোথাও কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই। পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে।
স্টার লাইন পরিবহনের চালক আরিফুল ইসলাম বলেন, সকাল থেকে স্টার লাইন পরিবহনের বাস চলাচল করছে। পর্যাপ্ত যাত্রীও রয়েছে।
এদিকে, অবরোধের নামে নাশকতা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশ। নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের কঠোর ও সতর্ক অবস্থানের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্নস্থানে পুলিশ ও বিজিবির টহল লক্ষ্য করা গেছে। কোথাও কোনো পিকেটিং এর খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: কোন ইউনিয়ন, দেশ বিবৃতি দিল তাতে কিছু যায় আসে না: কাদের