বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

অব‌রো‌ধের বিরু‌দ্ধে ঢাকা-৫ আস‌নে বড় শোডাউন

কামরুল হাসান রিপন বলেন, বিএন‌পি-জামায়াত নির্বাচন ভণ্ডুল কর‌তে চায়। তারা জা‌নে, বঙ্গবন্ধুকন‌্যা শেখ হা‌সিনার উন্নয়ন কর্মকাণ্ডে দে‌শের মানুষ আবারও তা‌কে নির্বা‌চিত কর‌বে

by ঢাকাবার্তা ডেস্ক
অব‌রো‌ধের বিরু‌দ্ধে ঢাকা-৫ আস‌নে বড় শোডাউন

রাজনীতি ডেস্ক।।

বিএন‌পি-জামায়া‌তের অবরোধ প্রতিহত করতে রাজধানীর ঢাকা-৫ আসনের বিভিন্ন সড়কে বড় ধর‌নের শোডাউন ক‌রে‌ছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, যি‌নি ওই আস‌নের ম‌নোনয়নপ্রত‌্যাশী। রোববার (১২ নভেম্বর) অবরো‌ধের প্রতিবা‌দে দুই হাজার মোটর বাইক, ১০০ প্রাইভেট কার, ২০ পিকআপসহ ব্যক্তিগত যানবাহন নিয়ে মি‌ছিল বের ক‌রেন তিনি।

মি‌ছিল‌টি যাত্রাবাড়ী থানার কাজলাপাড় থেকে শুরু হয়ে ডেমরা থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, কদমতলী থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যাত্রাবাড়ী থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শনির আখরা দনিয়া কলেজের সামনে এসে শেষ হয়। এতে প্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ হাজার নেতাকর্মী অংশ নেন।

কামরুল হাসান রিপন বলেন, বিএন‌পি-জামায়াত নির্বাচন ভণ্ডুল কর‌তে চায়। তারা জা‌নে, বঙ্গবন্ধুকন‌্যা শেখ হা‌সিনার উন্নয়ন কর্মকাণ্ডে দে‌শের মানুষ আবারও তা‌কে নির্বা‌চিত কর‌বে। এজন‌্য তার জন‌প্রিয়তায় ভীত হ‌য়ে বিএন‌পি-জামায়াত জ্বালা‌ও-পোড়াও ক‌রে অস্বাভা‌বিক অবস্থা সৃ‌ষ্টি কর‌তে চায়। কিন্তু জনগণ তা হ‌তে দে‌বে না। নাশকতা ক‌রে জানমালের ক্ষতি করতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন- যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগের ‌নেতা সিফাত সাদেকীন চপল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, ৫০ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপত‌ি আলো, সাধারণ সম্পাদক ইমন, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগের ওয়াসি উদ্দিন নূরানী, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ঝর্না হোসেন, ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আলেপ হোসেন, ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগের বদরউদ্দীন ছানা প্রমুখ।

 

আরও পড়ুন: মামলা বাণিজ্যে থানাগুলো রমরমা, ঘরে-ঘরে আতঙ্ক: রিজভী

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net