বিনোদন ডেস্ক।।
এই সময়ের অন্যতম নন্দিত নির্মাতা তিনি। তাঁর সিনেমা বক্স অফিসে ব্যবসাসফল হয়, সমালোচকদেরও প্রশংসা কুড়ায়। কিন্তু অস্কার বরাবরই অধরা ছিল। অবশেষে প্রথম অস্কার জিতলেন ব্রিটিশ পরিচালক ক্রিস্টোফার নোলান। বাংলাদেশ সময় আজ ভোরবেলা থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে গত বছরের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতলেন নোলান।
সেরা পরিচালক বিভাগে মার্টিন স্করসেজি, জাস্টিন ত্রিয়েত, জোনাথন গ্লেজার, ইয়োর্গস লান্থিমোসের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার জিতেছেন নোলান। কেবল সেরা নির্মাতাই নয়, ম আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’।
এবারের অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়নও পেয়েছে আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি।
আরও পড়ুন: নতুন ‘জেমস বন্ড’ হচ্ছেন এবার কিলিয়ান মারফি!