শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

অবসর ভেঙে ফেরার ইঙ্গিত পাকিস্তানি ক্রিকেটারের

ক্রিকেটে ফেরা প্রসঙ্গে ইমাদ বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম। দিন শেষে এটা আমারই সিদ্ধান্ত। কিন্তু আপনি কখনো জানেন না, পাকিস্তানের কখন আপনাকে প্রয়োজন হবে।’ 

by ঢাকাবার্তা ডেস্ক
অবসর ভেঙে ফেরার ইঙ্গিত পাকিস্তানি ক্রিকেটারের

খেলা ডেস্ক।।

পাকিস্তানি ক্রিকেটারদের জন্য অবসর নেওয়া ও অবসর ভেঙে ফেরা যেন রীতিতে পরিণত হয়েছে। এবার অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। পাকিস্তানের একটি স্থানীয় নিউজ পোর্টালে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইমাদ। আবারও ক্রিকেটে ফেরা প্রসঙ্গে ইমাদ বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম। দিন শেষে এটা আমারই সিদ্ধান্ত। কিন্তু আপনি কখনো জানেন না, পাকিস্তানের কখন আপনাকে প্রয়োজন হবে।’

জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে একটা শর্তও দিয়েছেন, ‘আমার ভূমিকা কি হবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা চাই। সেটা শুধু একজন অধিনায়ক হিসেবেই নয়, সিনিয়র খেলোয়াড় হিসেবেও। দলকে আমি যেখানে নিয়ে যেতে চাই, সেখানে নেওয়ার দায়িত্ব দেওয়া হোক। পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, এটাই আমি চাই।’

এই অলরাউন্ডার আরও যোগ করেন ‘অবসর নেওয়া দোষের কিছু নয়। মানসিকভাবে পুরোপুরি ঠিক না থাকাটাও দোষের কিছু নয়। আমি সব জায়গায় ক্রিকেট খেলে যাচ্ছি। অবসরের আগেও খেলতাম। আশা করছি, সামনে ভালো কিছু হবে।’

মানসিক দিক বিবেচনায় অবসর নিয়েছিলেন জানিয়ে ইমাদ বলেন, ‘মানসিক দিক থেকে আমি ঠিক ছিলাম না। যদি থাকতাম, আমি এমন সিদ্ধান্ত নিতাম না। জীবনে সবকিছুই হতে পারে। তবে আমি কখনো ফিরব না, এটা ভেবেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি নিশ্চিত নই, জীবন আমার জন্য কী রেখেছে।’

 

উল্লেখ্য, গেল বছরের নভেম্বরে হঠাৎ করেই পাকিস্তানের জার্সি তুলে রাখার ঘোষণা দেন ইমাদ। এর আগে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তানের হয়ে ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে ৪৪টি উইকেটের পাশাপাশি রান করেছেন ৯৮৬। ৬৬টি টি-টোয়েন্টি খেলে ৬৫টি উইকেটের সঙ্গে তার রান ৪৮৬।

 

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অটোমেটিক চয়েস মাহমুদউল্লাহ!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net