রবিবার, মার্চ ১৬, ২০২৫

অভিন্ন স্বার্থ রক্ষার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি: পিটার হাস

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং কীভাবে দুপক্ষের জন্যই জরুরি, এমন বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি, সেটি নিয়েও কথা হয়েছে বলে তিনি জানান।

by ঢাকাবার্তা ডেস্ক
অভিন্ন স্বার্থ রক্ষার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি: পিটার হাস

রাজনীতি ডেস্ক।।

বাণিজ্য সম্প্রসারণ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আজ নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার দেখা করার সুযোগ হয়েছে। আগে তিনি যখন মন্ত্রী ছিলেন, তখন থেকেই তাকে আমি চিনি। কিন্তু এটি আমার জন্য সম্মানজনক যে তার নতুন পদে তার সঙ্গে আমার দেখা হয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং কীভাবে দুপক্ষের জন্যই জরুরি, এমন বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি, সেটি নিয়েও কথা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা। সামনের মাসগুলোয় আমাদের অভিন্ন স্বার্থ রক্ষা করার জন্য কীভাবে আমরা কাজ করতে পারি, সেটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বলে তিনি জানান।

 

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসতে অন্ধকার গলি খুঁজছে: প্রধানমন্ত্রী

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net