বিনোদন ডেস্ক।।
২০১৯ সালের অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমাটির কথা কম-বেশি অনেকেরই মনে থাকার কথা। দক্ষিণ কোরিয়ার এই ব্ল্যাক কমেডি ধাঁচের ছবিটি ২০১৯ সালে অস্কার পেয়েছিল। ছবির অন্যতম চরিত্র পার্ক ডং-ইক’র ভূমিকায় অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন লি সুন-কিউন। এটি ছাড়াও কোরীয় ভাষার বেশ কিছু সফল ছবিতে দেখা গেছে তাকে। বুধবার (২৭ জানুয়ারি) গাড়িতে নিথর অবস্থায় পাওয়া গেছে সেই অভিনেতার দেহ। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, লি সুন-কিউন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা, সে বিষয়ে দেখা দিয়েছে রহস্য। কেননা পুলিশের দেওয়া তথ্য অনুসারে, বাড়ি থেকে বের হওয়ার সময় একটি চিরকুট লিখে এসেছেন অভিনেতা। গত অক্টোবর থেকে তার ওপর মাদক সংক্রান্ত তদন্ত চলছিল। তবে তদন্তের মাঝেই তার এমন মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে পুলিশ।

অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট ’ এর অভিনেতার রহস্যজনক মৃত্যু।। ঢাকাবার্তা।।
উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে দক্ষিণ কোরিয়ান বিনোদন জগতে অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন লি সুন-কিউন। তবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পান ‘প্যারাসাইট’ ছবির সুবাদে। যেটা ইংরেজি ভাষার সিনেমা না হয়েও অস্কার পাওয়ার রেকর্ড গড়ে।
১৯৭৫ সালের ২ মার্চ লি সুন-কিউনের জন্ম দক্ষিণ কোরিয়ার সিউলে। শূন্য দশকের গোড়া থেকেই তিনি মঞ্চ ও টিভি নাটকে সহযোগী চরিত্রে কাজ করেছিলেন। প্রথমবার তিনি গুরুত্বপূর্ণ চরিত্র পান ২০০৭ সালের ‘কফি প্রিন্স’ নামের ধারবাহিকে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই ওয়াইফ’, ‘আ হার্ড ডে’ ইত্যাদি।