খেলা ডেস্ক।।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে আটকে রেখেছে ভারত। জয়ের জন্য ২০০ রান করতে হবে ভারতকে।
১৪০ রানেই ৭ উইকেট হারালো অস্ট্রেলিয়া
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। ১৪০ রানেই ৭ উইকেট হারিয়েছে দলটি। অধিনায়ক প্যাট কামিন্স মিচেল স্টার্ককে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করছেন। ৩৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১৪০ রান।
ওয়ার্নার-স্মিথের প্রতিরোধ
দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শুরুর ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে তুলছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ। ১২ ওভার শেষে দুই ব্যাটারের জুটি ৪৯ রানের। এক উইকেট হারানো অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫৪ রান।
নিজের দ্বিতীয় ওভারে এসেই উইকেট পেলেন জাসপ্রীত বুমরাহ। ভারতীয় পেসারের শিকার অজি ওপেনার মিচেল মার্শ। বুমরাহর করা তৃতীয় ওভারের দ্বিতীয় বল খেলতে গিয়ে কোহলির তালুবন্দি হন তিনি। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মার্শ। ২.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ রান।
টসে হেরে বোলিংয়ে ভারত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ভারতের। আজ দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দুই দল। ইতোমধ্যে টসে জিতে ভারতকে বোলিংয়ে আমন্ত্রণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিনস।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, প্যাট কামিনস (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।
আরও পড়ুনঃ বিশ্বকাপ জিতলে সব ক্রিকেটারকে বিএমডব্লিউ দেবে নগদ