বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

অস্ট্রেলিয়া শুরুতেই দুই ওপেনারকে হারালো

চলতি বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে ইংল্যান্ড

by ঢাকাবার্তা ডেস্ক
অস্ট্রেলিয়া শুরুতেই দুই ওপেনারকে হারালো

খেলা ডেস্ক।।

৩৮ রানেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশানে ধাক্কা সামলাচ্ছেন।

টস জিতে ফিল্ডিং করছে ইংল্যান্ড

চলতি বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে ইংল্যান্ড। ১.৩ ওভারে বিনা উইকেটে অজিদের সংগ্রহ ১১ রান।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৫৫ বারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার ৮৭ জয়ের বিপরীতে ৬৩ ম্যাচ জিতেছে ইংল্যান্ড। ড্র হয়েছে দুই ম্যাচ। ফলাফল হয়নি ৩ ম্যাচে। আর বিশ্বকাপে ৯ ম্যাচে  অস্ট্রেলিয়ার জয় ৬ বার। ৩ ম্যাচে জয় ইংল্যান্ডের।

Marnus Labuschagne's fifty ticked Australia along, England vs Australia, ODI World Cup, Ahmedabad, November 4, 2023

ইংল্যান্ড একাদশ- জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড ও আদিল রশিদ।

অস্ট্রেলিয়া একাদশ-ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস , মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রীন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

 

আরও পড়ুন: পাকিস্তান টস জিতে বোলিং নিয়ে বিপর্যয়ে, ৪০১ রানে থামলো নিউজিল্যান্ড

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net