খেলা ডেস্ক।।
২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে পার্থে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জেতে ৫-০ গোলে। সেই ম্যাচে সকারুরা প্রথমার্ধে করেছিলো চার গোল। ঢাকায় ৪-০ গোলে হারার ম্যাচেও চারটি গোলই হয়েছিল প্রথমার্ধে। আজ মেলবোর্নেও ঘটলো একই ঘটনা। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোনের্ প্রথমার্ধেই চার গোল হজম করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার গোল চারটি করেছে ৪,২০,৩৭ ও ৪০তম মিনিটে।
গত ১৭ অক্টোবর ঢাকায় মালদ্বীপের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাপর্বের এশিয়া অঞ্চলের প্রাথমিক রাউন্ডের একাদশ থেকে এদিন বাদ পড়েন ডিফেন্ডার শাকিল হোসেন। তাঁর জায়গায় খেলছেন হাসান মুরাদ। সেই ম্যাচেরই দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেছিলেন সোহেল রানা জুনিয়র। তাঁর জায়গায় আজ খেলছেন মজিবর রহমান জনি। মালদ্বীপের বিপক্ষে মজিবর রহমান জনি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে অসাধারণ খেলেছিলেন।
শাকিলের বদলী হিসেবে সুযোগ পাওয়া হাসান মুরাদের ভুলেই তিনটি গোল হজম করে বাংলাদেশ।
আরও পড়ুন: ‘কোপা আমেরিকা জিতলে ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি’