শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হয়নি স্মিথ-ফ্রেজার ম্যাকগার্কের

নির্বাচকরা দ্বিতীয় স্পিনারের খোঁজে অ্যাশটন অ্যাগারকে দলে নিয়েছে। আর ক্যামেরন গ্রিনকে ভিড়িয়েছে ব্যাকআপ অললাউন্ডার হিসেবে। ১৫ সদস্যের দলে অধিনায়কত্ব করবেন মিচেল মার্শ।

by ঢাকাবার্তা ডেস্ক
Australia T-20 world cup team

খেলা ডেস্ক।।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টিভেন স্মিথের যে জায়গা হবে না তার একটা আভাস আগেই মিলেছিল। আলোচনায় থাকা জ্যাক ফ্রেজার ম্যাকগার্কেরও সুযোগ হয়নি। অনেকটা বিস্ময়ের জন্ম দিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল দিয়েছে অস্ট্রেলিয়া।  ২০২১ সালে শিরোপা জেতা দলটির অন্যতম সদস্য হলেও স্মিথ সংক্ষিপ্ততম ফরম্যাটে নিজের আকর্ষণ তৈরি করতে পারেননি। পাননি কোনও আইপিএল চুক্তি। তবে আনক্যাপড ২২ বছর বয়সী ফ্রেজার ম্যাকগার্ক দলে ঢুকতে সব ভাবেই নিজেকে মেলে ধরেছিলেন। ৫ ম্যাচে আইপিএলে দিল্লির হয়ে ২৩৭.৫০ স্ট্রাইক রেটে করেছেন ২৪৭ রান।

নির্বাচকরা দ্বিতীয় স্পিনারের খোঁজে অ্যাশটন অ্যাগারকে দলে নিয়েছে। আর ক্যামেরন গ্রিনকে ভিড়িয়েছে ব্যাকআপ অললাউন্ডার হিসেবে। ১৫ সদস্যের দলে অধিনায়কত্ব করবেন মিচেল মার্শ। রিজার্ভ কিপার হিসেবে যাবেন জশ ইংলিস। তাছাড়া ২০২৩ বিশ্বকাপ জেতানো দলটির মূল খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছে ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ ইংলিস, জশ হ্যাজলউড, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন ও নাথান এলিস।

 

আরও পড়ুন: বৃষ্টি আইনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ভারতের জয়

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net