শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আইপিএলে ৫৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরব!

মূলত গেল সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে সময়ই এসব বিষয় নিয়ে আলোচনা হয়

by ঢাকাবার্তা ডেস্ক
আইপিএলে ৫৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরব!

খেলা ডেস্ক।।

ক্রীড়াক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে। ফুটবলে তারা সম্প্রতি বিশাল বিনিয়োগ করেছে। এর পর পরই তারা ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হয়। এবার তারা ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও বিশেষ করে আইপিএলে বিনিয়োগ করতে যাচ্ছে।

ব্লুমবার্গের বরাত দিয়ে আজ শুক্রবার (০৩ নভেম্বর) রয়টার্স প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্বের সবচেয়ে ধনী ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ‘আইপিএলে’ ৫ বিলিয়ন ডলার (৫৫ হাজার ৩৪২ কোটি টাকা) বিনিয়োগ করার কথা ভাবছে সৌদি আরব। এ বিষয়ে তারা ভারত সরকারের কর্মকর্তাদের কাছে আগ্রহও প্রকাশ করেছে।

মূলত গেল সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে সময়ই এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এরপর যুবরাজের উপদেষ্টা ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং আইপিএলকে একটি হোল্ডিং কোম্পানিতে রূপান্তর করার পরামর্শ দেন। যেটার মূল্যমান দাঁড়াবে কমপক্ষে ৩০ বিলিয়ন ডলারে। সেখানে কমপক্ষে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব। এবং আইপিএলকে অন্যান্য দেশে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

অবশ্য ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

উল্লেখ্য, ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ধনী ক্রিকেট লিগ। যেখানে অংশ নিতে বিশ্বের সব সেরা সেরা ক্রিকেটাররা মুখিয়ে থাকেন। বর্তমানে এটার মূল্যমান ১৫.৪ বিলিয়ন ডলার (১.৩ লাখ কোটি রূপি)।

 

আরও পড়ুন: সাকিবদের দুর্দিন কাজে লাগিয়ে ‘হাইলাইট’ হতে চান না জ্যোতিরা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net