বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগ চাইলেও এবার আর যেনতেন নির্বাচন করে পার পাবে না। ভিসানীতির যে ভয় তা শুধু আমেরিকার পক্ষ থেকে নয় অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ আরও অনেক দেশ থেকেই তা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সদস্য প্রার্থী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রতি আমরা এখন পর্যন্ত নমনীয় আচরণ প্রদর্শন করে আসছি। সংসদে একটি বিরোধী দল আছে যারা এখন অস্তিত্ব সংকটের পথে তবুও দীর্ঘদিন ধরে তারা সরকারের উচ্ছিষ্টভোগ করে বিরোধী দল হয়ে পড়ে আছে। অন্যদিকে গণমাধ্যমে যারা একপেশে সংবাদ পরিবেশন করে তারাও আজ বিদেশিদের নিষেধাজ্ঞার ভয়ে আছে। তাই আওয়ামী লীগ চাইলেও এবার আর যেনতেন নির্বাচন করে পার পাবে না।
তিনি বলেন, ভিসানীতির যে ভয় তা শুধু আমেরিকার পক্ষ থেকে নয় অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ আরও অনেক দেশ থেকেই তা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চতুর্থদিক থেকে এবার এই অবৈধ সরকারের উপরে নিষেধাজ্ঞা আসছে। এরফলে এটা নিশ্চিত যে পুলিশের আইজি থেকে শুরু করে সিপাহী পর্যন্ত সবাই এবার নানা ধরনের সঙ্কটে পড়বে। দায়িত্বপ্রাপ্ত যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান এবার জবাব দিতে বাধ্য থাকবে। বাহিরে যতোই লাফালাফি করুক প্রশাসনের ভিতরে সকলে চরম অস্থিরতা বিরাজ করছে।
তাহের বলেন, জোর করে, একগুয়েমী করে, কোনো রকমে আরও একটা নির্বাচন করে পার পেয়ে যাওয়া এবার অসম্ভব।
ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমীর আবদুস সবুর ফকির, কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিম প্রমুখ।
আরও পড়ুনঃ জিয়া এরশাদ খালেদা সবই তো ভোট চোর’