শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

আওয়ামী লীগ সরকার এখন দেশের জন্য বিষফোঁড়া: ১২ দলীয় জোট

শেখ হাসিনা সরকার এখন দেশের জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে। একদলীয় সরকারের অধীনে ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসার পর থেকে দেশে ভয়াবহ হাহাকার চলছে।

by ঢাকাবার্তা ডেস্ক
আওয়ামী লীগ সরকার এখন দেশের জন্য বিষফোঁড়া: ১২ দলীয় জোট

রাজনীতি ডেস্ক।।

গত ৭ জানুয়ারি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করার প্রতিশোধ নিতে আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পেটে আঘাত করতে চায়। শেখ হাসিনা সরকার এখন দেশের জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে। একদলীয় সরকারের অধীনে ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসার পর থেকে দেশে ভয়াবহ হাহাকার চলছে। রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনার পদত্যাগ, দ্বাদশ নির্বাচন বাতিল, খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল শেষে এসব কথা বলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। মিছিলটি বিজয়নগর থেকে প্রেসক্লাব গিয়ে শেষ হয়।

১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। ১২ দলীয় জোট এই ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, ভারত বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রীকে নতুন বছরে শুভেচ্ছা পুরস্কার হিসেবে বিজিবি সদস্যের লাশ পাঠিয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন পুরোপুরি ধ্বংসযজ্ঞে পরিণত হলো। অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করা উচিত। বিক্ষোভ মিছিল শেষে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ বাবলু, বাংলাদেশ জাতীয় দল ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টি লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট মহাসচি অধ্যাপক মাওলানা আব্দুল করিমসহ অন্যরা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net