রাজনীতি ডেস্ক।।
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আজ রোববার দুপুরে আত্মপ্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত ভিপি নাজিম উদ্দিন ও জিএস আজিম উদ্দিনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’। আত্মপ্রকাশের দিনেই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্বের সমালোচনায় মুখর হয়েছেন দলের নেতারা।
চট্টগ্রাম প্রেসক্লাবের সপ্তম তলায় বঙ্গবন্ধু হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত লোকজনের বেশির ভাগই ছিলেন তরুণ বয়সের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সদস্যসচিব ও সাবেক ছাত্রফ্রন্ট নেতা আজিম উদ্দিন।
লিখিত বক্তব্যে আজিম উদ্দিন বলেন, ‘আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন রাষ্ট্র আমাদের ওপর চাপ তৈরি করছে। নিষেধাজ্ঞার (স্যাংশন) ভয় দেখাচ্ছে কিংবা ব্যবসা-বাণিজ্য স্থবির করার হুমকি দিচ্ছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে দেশ কীভাবে চলবে সেটা দেশের জনগণই ঠিক করবে। বিদেশিরা নয়। আমরা মনে করি, তাদের এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে তাদের স্বার্থ ও ভৌগোলিক আধিপত্য বিস্তারের নীলনকশা।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একটি অনিশ্চিত অভিযাত্রা লক্ষ করা যাচ্ছে। জাতি দুই ভাগে বিভক্ত। কেউ পরিষ্কার জানে না, কী হতে চলছে, নির্বাচন হবে কি না। বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি না। চরম এক অনিশ্চয়তায় দেশের মানুষ। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই দেশি–বিদেশি নানা গোষ্ঠী তৎপর। নানা এজেন্ডা নিয়ে প্রত্যেকেই যেন ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর।
নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম কোনো সাংঘর্ষিক রাজনীতি চায় না বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। লিখিত বক্তব্যে ভাঙচুর, গাড়ি পোড়ানো, মানুষ হত্যা, হরতাল, অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিরও সমালোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় সংসদের ৮০ ভাগ সংসদ সদস্য ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সামরিক–বেসামরিক আমলা। এতে প্রকৃত রাজনীতি নির্বাসনে যাচ্ছে। সুযোগসন্ধানীরা ক্ষমতা ও অর্থকে ব্রত হিসেবে নিয়েছে। জনগণের কল্যাণ চিন্তা, সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার নিয়ে কথা বলার মানুষ দিন দিন কমে যাচ্ছে। যদি ছাত্রসংগঠনগুলোর নির্বাচন নিয়মিত হতো তাহলে রাজনীতিতে গুণগত মান লক্ষ করা যেত।
বক্তব্যে বলা হয়, ‘আমরা লক্ষ করছি, দেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। দেশে যেমন সুশাসন দরকার, তেমনি গণতান্ত্রিক ধারাবাহিকতা দরকার। এর অনুপস্থিতিতে উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং একই সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা থাকে না।’
সংবাদ সম্মেলনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের আহ্বায়ক নাজিম উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আগামী এক মাসের মধ্যে ঢাকায় কনভেনশন করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। আগামী নির্বাচনে সারা দেশের প্রায় ১০০ আসনে আমাদের দল থেকে প্রার্থী দেওয়া হবে।’
দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন বলেও জানান নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘এটি সময়ের বিষয়। তবে আমরা কোনো একটি রাজনৈতিক জোটের হয়ে তাদের প্রতীকে নির্বাচন করব।’
আওয়ামী লীগ ও বিএনপি—কোন জোটে গিয়ে নির্বাচন করবেন, জানতে চাইলে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সদস্যসচিব আজিম উদ্দিন বলেন, প্রগতিশীল, গণতান্ত্রিক জোটকে আমরা সমর্থন করব। দেশের বর্তমান সংকট নিরসনের জন্য আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের সঙ্গে আলাপ–আলোচনা করবেন বলে তিনি জানান।
আরও পড়ুনঃ স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ছাড়া সমাধান নেই : ছাত্র ইউনিয়ন