বিদেশ ডেস্ক।।
ভারতের সুপ্রিম কোর্ট আজ দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের সিদ্ধান্ত বহাল রেখেছে। এই অনুচ্ছেদের মাধ্যমে জম্মু-কাশ্মীর ভারতের রাজ্য বলে গণ্য হতোনা এবং সার্বভৌমত্বের কিছু বিশেষ সুবিধা পেত। এই রায়ের ফলে চার বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত বৈধতা পেলো। এর মাধ্যমে কাশ্মীর এখন পুরোপুরিভাবে ভারতের অধীনস্ত একটি পূর্ণ রাজ্য হয়ে গেলো।
এছাড়াও দেশটির সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দেন। এসময় বিচারপতি বলেন, ‘রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতার ব্যবহারে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের উদ্যোগকে এই আদালত বৈধ হিসেবে বিবেচনা কড়ছে ও আদালতের বেঞ্চ একইসঙ্গে জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার নির্দেশনা দিচ্ছে’। ২০১৯ এর আগস্টে ৩৭০ অনুচ্ছেদ খারিজের পর থেকে এটি একটি কেন্দ্র-শাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয়েছে।
আরও পড়ুন: একসঙ্গে চার তরুণীর বিষপান, মারা গেলেন দুজন