ঢাকাবার্তা ডেস্ক।।
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মাঠে মানুষের ঢল নেমেছে।
আজ সকালে পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে টানেল হয়ে গিয়েছেন আনোয়ারা প্রান্তে। সকাল সাড়ে ১১টার দিকে কোরিয়ান ইপিজেডের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল ৯টা থেকে ইপিজেডের মাঠে দলে দলে আসতে শুরু করেছে মানুষ। চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ মহানগর থেকে দলীয় কর্মীরা রঙবেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে, রঙিন টিশার্ট পরে সমাবেশে যোগ দিয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তব্য রাখছেন।
কর্ণফুলী নদীর তলদেশে টানেলসহ চট্টগ্রামে ১০টি প্রকল্পের উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়টি উদ্যোগের উদ্বোধন করবেন তিনি। যেসব প্রকল্প উদ্বোধন করা হবে, তার মধ্যে রয়েছে ২৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স’। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারটি আগের আদলে রেখে নতুনভাবে নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন করা হবে ৮১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চট্টগ্রাম জেলা পরিষদ ভবনও। রাঙ্গুনিয়া জেলা পরিষদ ডাক বাংলো, আনোয়ারা জেলা পরিষদ ডাক বাংলো, পটিয়ায় শেখ কামাল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল এবং রাউজানে শেখ কামাল কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হবে ।
পতেঙ্গা এয়ারপোর্ট রোডের মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পটিয়ার শিকলবাহা খালের উপর ৩৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করা হবে।
আরও পড়ুন: আজ খুলছে টানেল প্রধানমন্ত্রীর আগমনে সেজেছে চট্টগ্রাম