শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ১৪০০০ রান ও ৭০০ উইকেট

আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।

by ঢাকাবার্তা
সাকিব আল হাসান

স্টাফ রিপোর্টার ।। 

যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারানোর পথে অনন্য এক কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। কাল যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব। যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭০০তম উইকেট।

বল হাতে ৭০০ উইকেট নেওয়া সাকিবের ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে রান আছে ১৪ হাজারের বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশের অন্য কোনো বোলারের ৪০০ উইকেটও নেই। দ্বিতীয় স্থানে থাকা পেসার মাশরাফি বিন মুর্তজার উইকেট ৩৯০টি। তৃতীয় সর্বোচ্চ উইকেট মোস্তাফিজুর রহমানের—৩০৯টি।

সাকিবের ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে রান আছে ১৪ হাজারের বেশি

৭০০ উইকেটের ক্লাবে সব মিলিয়ে বিশ্বের ১৭তম বোলার সাকিব। স্পিনারদের মধ্যে সপ্তম, তবে বাঁহাতি স্পিনার হিসেবে সাকিব দ্বিতীয়। বাঁহাতি স্পিনার হিসেবে তাঁর আগে এই কীর্তি করেছেন শুধু ড্যানিয়েল ভেট্টরি। তাঁর উইকেট ৭০৫টি। অর্থাৎ বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়া সাকিবের জন্য এখন সময়ের ব্যাপার।

তিন সংস্করণের মধ্যে সাকিব ওয়ানডেতেই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ২৪১ ইনিংসে সাকিবের শিকার ৩১৭ উইকেট। ব্যাট হাতে ওয়ানডেতেই বেশি রান সাকিবের—৭৫৭০। ৬৭ টেস্টে ১২৩ ইনিংসে সাকিবের উইকেট ২৩৭টি। ব্যাট হাতে রান ৪৫০৫। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ১৪৬টি। এই সংস্করণে তাঁর চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির—১২৩ ম্যাচে ১৫৭টি। ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব রান করেছেন ২৪৪০।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net