বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

আফগানিস্তানকে সহজেই হারালো দক্ষিণ আফ্রিকা

প্রোটিয়াদের হয়ে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ভ্যান ডার ডুসেন

by ঢাকাবার্তা ডেস্ক
আফগানিস্তানকে সহজেই হারালো দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক।।

আফগানিস্তানের দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২.৩ ওভার থাকলেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ভ্যান ডার ডুসেন।

   Rassie van der Dussen scored his second fifty of the tournament, Afghanistan vs South Africa, World Cup, Ahmedabad, November 10, 2023

ওমরজাইয়ের ৯৭, আফগানিস্তানের ২৪৪ 

‘ডু অর ডাই’ ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৪ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ব্যাট হাতে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আজমতউল্লাহ ওমরজাই।

‘ডু অর ডাই’ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

হারলেই বাদ। জিতলে টিকে থাকবে সেমিফাইনালের সম্ভাবনা। এমন ‘ডু অর ডাই’ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শহীদি।

Rashid Khan and Mohammad Nabi slowed down South Africa in the middle overs, Afghanistan vs South Africa, World Cup, Ahmedabad, November 10, 2023

আফগানিস্তান একাদশ 

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ এবং নাভিন উল হক।

দক্ষিণ আফ্রিকা একাদশ 

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মারক্রাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, অ্যান্ডাইল পেহেলুকওয়ায়ো, জেরাল্ড কোয়েটজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিডি।

 

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঘিনীদের সিরিজ জয়

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net