খেলা ডেস্ক।।
আব্দুল্লাহ শফিক ও বাবর আজমের হাফ সেঞ্চুরির পর ডেথ ওভারে শাদাব খান ও ইফতিখার আহমেদের ক্যামিও ইনিংসে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে পাকিস্তান। সোমবার ৭ উইকেটে ২৮২ রান করেছে তারা।
পাওয়ার প্লেতে শফিকের সঙ্গে ৫৬ রান তোলেন ইমাম উল হক। ১১তম ওভার শুরু হতেই আব্দুল্লাহ ওমরজাই তাকে ১৭ রানে ফেরান।শফিকের সঙ্গে বাবর ৫৪ রানের জুটি গড়েন। দল শক্ত ভিত গড়ে তাদের ব্যাটে। ৬০ বলে ফিফটি করা শফিক ৫৮ রানে নুর আহমেদের শিকার। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে আফগান স্পিনার আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ অভিষেকে সেরা বোলিং ফিগার তার।
রিজওয়ানকে (৮) দুই অঙ্কের ঘরে যেতে দেননি নুর। বাবরকে সঙ্গে নিয়ে সৌদ শাকিলের (২৫) জুটি ৪৩ রানের বেশি হয়নি। ৬৯ বলে ফিফটি করা বাবরকে থামতে হয় ডেথ ওভারের শুরুতে। তাকে থামান নুর। পাকিস্তান অধিনায়ক ৯২ বলে চারটি চার ও এক ছয়ে ৪ রান করেন।
ডেথ ওভারে ইফতিখার ও শাদাব ৭৩ রান যোগ করেন। দুজনেই শেষ ওভারে ৪০ রান করে নাভিন উল হকের শিকার হন। শেষ ১০ ওভারে ৯১ রান পাকিস্তানকে নিয়ে যায় স্বস্তিদায়ক অবস্থানে।
আরও পড়ুনঃ পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ে, ইমামকে আউট করে স্বস্তি আফগান শিবিরে