খেলা ডেস্ক।।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭টি ম্যাচ খেলেছিল আফগানিস্তান। প্রতিবারই বিজয়ী দল ছিল ১৯৯২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। অনেক ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে আফগানরা। তবে অবশেষে কাঙ্ক্ষিত জয়ের স্বাদ পেয়েছে দলটি। তাও আবার বিশ্বকাপ মঞ্চে। ঐতিহাসিক এই জয়ের পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত অভিজ্ঞ তারকা মোহাম্মদ নবি। জানালেন, এই জয়ের জন্য ১০-১২ বছর ধরে অপেক্ষা করছিলেন তারা।
চলতি বছরই হাম্বানটোটায় পাকিস্তানকে প্রায় হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। এক উইকেটে হেরে হতাশা বাড়ে দলটির। তবে পাকিস্তানকে হারাতে খুব বেশিদিন অপেক্ষা করতে হলো না তাদের। বিশ্বকাপ মঞ্চে এদিন উল্টো দাপুটে জয় পেয়েছে তারা। পাকিস্তানের দেওয়া ২৮৪ রানের লক্ষ্য তারা পাড়ি দিয়েছে ৮ উইকেট হাতে রেখেই। এমনকি পাঁচ ম্যাচ শেষে এখন পাকিস্তানের সমান ৪ পয়েন্ট তাদেরও।
ম্যাচ শেষে তাই এক রাশ সন্তুষ্টির কথাই জানালেন নবি, ‘পুরো দল, পুরো আফগানিস্তানের জন্য এটা বড় একটি মুহূর্ত। বড় ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ জেতার জন্য এবং আমরা ১০-১২ বছর ধরে এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। গত ৩ মাস ধরে আমরা খুব কঠোর পরিশ্রম করেছি, আজ একটি সুন্দর মুহূর্ত পেয়েছি। …এই জয়টা অনেকদিন ধরে আসি আসি করছিল, আমরা প্রথমবার ২০১২, তারপর এশিয়া কাপ এবং ২০১৯ বিশ্বকাপে খেলেছি। পাকিস্তানের বিপক্ষে অনেক ক্লোজ ম্যাচ হয়েছে।’
কদিন আগেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেয় আফগানরা। ২৮৫ রানের লক্ষ্য দিয়ে ইংলিশদের ২১৫ রানে বেঁধে ফেলেছিল তারা। এবার তো বড় লক্ষ্য তাড়া করে জয়। নবির উচ্ছ্বাস যেন তাই একটু বেশিই, ‘আমরা ইংল্যান্ডকে হারিয়ে এখন পাকিস্তানকেও হারিয়েছি। সবাই ভালো মেজাজে আছে। আমরা শুধু রক্ষণই করতে পারি না, এখন ভালোভাবে তাড়াও করতে পারি। আমরা তাদের বিপক্ষে ৭-৮ ম্যাচ খেলেছি এবং শেষ মুহূর্তে গিয়ে সবসময় হেরেছি।’
ব্যাটাররা দারুণ খেললেও জয়ের ভিতটা বোলাররাই তৈরি করে দিয়েছিলেন বলে মনে করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার, ‘ইব্রাহিম ও গুরবাজ যেভাবে শুরু করেছিলেন, সেটাই আমাদের গতি এনে দিয়েছিল। আমরা শেষ পর্যন্ত ব্যাক টু ব্যাক উইকেট হারাইনি। আমরা ভেবেছিলাম উইকেট নিউজিল্যান্ডের মতো হবে, কিন্তু এটা অনেক সহজ ছিল। আমি মনে করি আমাদের বোলাররা খুবই ভালো করেছে তাদের এই পুঁজিতে আটকে দিয়েছে। এই ম্যাচে নূরকে খেলানোর পরিকল্পনা ছিল, এবং সে দুর্দান্ত বল করেছে, সঠিক জায়গায়।’
এই জয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে না হারলে আরও ভালো অবস্থানে থাকতেন বলে আক্ষেপ করেন নবি, ‘বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের হারা উচিত হয়নি, কিন্তু এখন আমরা অর্ধেক পথ চলে গেছি এবং আমাদের টেবিলে ৪ পয়েন্ট আছে। এখন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন লড়াই করব। আমরা আজ যে সমর্থন পেয়েছি তা দারুণ ছিল, আশা করি আমরা পুনেতেও সেই সমর্থন পাব।’
আরও পড়ুনঃ বিশ্বকাপে আফগানিস্তানের ইতিহাস সৃষ্টি, করলো পাকিস্তান বধ