সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আফগানিস্তান হ্যাটট্রিক জয়ের মিশনে টসে হারলো, ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস এই বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচ জেতে বাংলাদেশের বিপক্ষে। আর আফগানিস্তান সবশেষ দুটি ম্যাচই জিতেছে

by ঢাকাবার্তা ডেস্ক
আফগানিস্তান হ্যাটট্রিক জয়ের মিশনে টসে হারলো, ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

খেলা ডেস্ক।।

ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল আফগানিস্তান। তার আগে দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামায় নেদারল্যান্ডস। এই বিশ্বকাপে প্রথম দুটি অঘটন ঘটানো দুই দল মুখোমুখি হচ্ছে শুক্রবার।

নেদারল্যান্ডস এই বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচ জেতে বাংলাদেশের বিপক্ষে। আর আফগানিস্তান সবশেষ দুটি ম্যাচই জিতেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর পর হ্যাটট্রিক জয়ের মিশন তাদের। এই ম্যাচে অবশ্য টসে হেরে গেছে তারা।

নেদারল্যান্ডস দুটি ম্যাচই জিতেছিল আগে ব্যাটিং করে। তাই তৃতীয় জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি অধিনায়ক স্কট এডওয়ার্ডস, ‘আমরা আশা করি স্কোরবোর্ডে বড় রান তুলে সেটা আটকাতে পারবো। আমাদরে টপ অর্ডারদের আরও বেশি রান করা উচিত। তাা যদি সেটা পারে, তাহলে ভালো কিছু হবে।’

আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদীও বললেন, টসে জিতলে আগে ব্যাটিং নিতেন। কিন্তু টসকে খুব গুরুত্ব দিতে চাইছেন না তিনি। পরিসংখ্যান কিন্তু তাদেরই পক্ষে। গত দুটি ম্যাচই আফগানরা জিতেছে পরে ব্যাট করে।

 

আরও পড়ুন: সাকিবদের সেই লজ্জা এখন শ্রীলঙ্কার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net