শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

আবারও ইরানি পুলিশের ওপর জঙ্গি হামলায় নিহত ৫

শিয়া অধ্যুষিত ইরানে সংখ্যালঘু বেলুচিদের বৃহত্তর অধিকার ও উন্নত জীবনমানের দাবি করেছে জয়েশ আল-আদল গোষ্ঠী।

by ঢাকাবার্তা ডেস্ক
Irani Police Terrorist attack

বিদেশ ডেস্ক।।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পুলিশের দুটি গাড়িতে হামলা করেছে সুন্নি জঙ্গিরা। মঙ্গলবার (৯ এপ্রিল) চালানো এই হামলায় অন্তত পাঁচ ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হওয়া এই হামলার দায় স্বীকার করেছে জয়েশ আল-আদল গোষ্ঠী। এর কয়েক দিন আগে একই অঞ্চলে বিপ্লবী গার্ড বাহিনীর দুটি ঘাঁটিতে হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছিলেন।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গত মাসে অপর পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধের ঘটনাস্থল পরিদর্শন করে ফিরছিলেন পুলিশ কর্মকর্তারা। শিয়া অধ্যুষিত ইরানে সংখ্যালঘু বেলুচিদের বৃহত্তর অধিকার ও উন্নত জীবনমানের দাবি করেছে জয়েশ আল-আদল গোষ্ঠী। গত কয়েক বছরে প্রদেশটিতে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে তারা।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে অবস্থিত। সুন্নি জঙ্গি ও মাদক পাচারকারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিয়মিত সংঘর্ষ হয় ইরানের নিরাপত্তা বাহিনীর। আফগানিস্তান থেকে পশ্চিমা বিশ্ব ও অন্যত্র মাদকদ্রব্য পাচারের প্রধান একটি ট্রানজিট রুট ইরান।

 

আরও পড়ুন: গোলান মালভূমিতে ৪০টি রকেট ছুড়লো হিজবুল্লাহ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net