বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

আবারও বিএনপির সাথে জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক

একই সময়ে বিএনপি ও সমমনা দলগুলো অবরোধ কর্মসূচি পালন করবে।

by ঢাকাবার্তা ডেস্ক
আবারও বিএনপির সাথে জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক

রাজনীতি ডেস্ক।।

নির্বাচনকালীন ‘কেয়ারটেকার সরকার’ গঠনের দাবিতে বিএনপি ও সমমনা দলের সাথে বুধবার সকাল থেকে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার বিকালে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম।

তিনি বলেন,  ‘‘দেশকে রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী ৮ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে ১০ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও  নৌপথ অবরোধের তৃতীয় দফা নতুন কর্মসূচি ঘোষণা করছি।”

একই সময়ে অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলোও।

 

আরও পড়ুন: বিএনপি এক দিনের বিরতি দিয়ে ফের ২ দিনের অবরোধ কর্মসূচি দিলো

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net