সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

আবারও স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি শামসুল হক টুকু

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অভিনন্দন জানিয়েছেন

by ঢাকাবার্তা ডেস্ক
আবারও স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি শামসুল হক টুকু

রাজনীতি ডেস্ক।।

সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচন করা হয়েছে। এছাড়া বর্তমান ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। এর আগে সংসদনেতা নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদনেতা নির্বাচনের পাশাপাশি সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়েছে।

এছাড়া বর্তমান একাদশ সংসদে সরকারি দলের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্পিকারকে ডেপুটি স্পিকার ও চিফ হুইপের অভিনন্দন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।  বুধবার স্পিকারের কার্যালয়ে শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান তারা।  উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার মনোনীত হওয়ার মাধ্যমে শিরীন শারমিন চৌধুরী টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার মনোনীত হলেন।  এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net