বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আবারও হাসপাতালে সাকিব

ভারতের বিপক্ষে টাইগার অধিনায়ক খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো আসেনি কোনো নিশ্চিত ঘোষণা

by ঢাকাবার্তা ডেস্ক
আবারও হাসপাতালে সাকিব

খেলা ডেস্ক।।

চোটে পড়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে টাইগার অধিনায়ক খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো আসেনি কোনো নিশ্চিত ঘোষণা। এরইমধ্যে আবার সাকিবকে হাসপাতালে নেয়া হলো। আজ দ্বিতীয়বারের মতো স্ক্যান করানো হবে বিশ্বসেরা অলরাউন্ডারের।

গত ১৩ই অক্টোবর বিশ্বকাপে নিজেদের সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে মাংসপেশিতে চোট পান সাকিব আল হাসান। এতে আগামীকাল ভারতের মোকাবিলায় টাইগার অধিনায়কের উপস্থিতি নিয়ে জাগে শঙ্কা। যদিও সাকিব বলেছিলেন, চোট নিয়েও ভারতের বিপক্ষে খেলতে চান তিনি।

ভারতের মুখোমুখি হওয়ার আগে আজ বিকালে ঐচ্ছিক অনুশীলন রয়েছে বাংলাদেশ দলের। স্ক্যান রিপোর্ট ভালো হলে সেই অনুশীলনে যোগ দিতে পারেন সাকিব।  যদিও গতকাল বাংলাদেশের অনুশীলনেও ছিলেন টাইগার অধিনায়ক। এসময় রানিং এবং ব্যাটিং করতে দেখা যায় সাকিবকে। আগামীকাল দুপুর আড়াইটায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেষ তিন ম্যাচে এক জয় পেয়েছে টাইগাররা। নিজেদের প্রথম তিন ম্যাচে শতভাগ জয় ভারতের।

আরও পড়ুনঃ উড়ন্ত দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামালো নেদারল্যান্ডস

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net