বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আবার এশিয়ান ইনডোরের ফাইনালে ইমরানুর

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘ইমরান নিজের হিটে দ্বিতীয় এবং দুই হিট মিলিয়ে শীর্ষ তিনে থাকায় তার ফাইনাল খেলা নিশ্চিত।’

by ঢাকাবার্তা ডেস্ক
আবার এশিয়ান ইনডোরের ফাইনালে ইমরানুর

খেলা ডেস্ক।।

বাংলাদেশি স্প্রিন্টার জহির রায়হানের পর এবার ইমরানুর রহমানের আবারও পদক জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব ফাইনালে জায়গা করে নিয়েছেন। গতবার কাজাখস্তানে অনুষ্ঠিত আসরে স্বর্ণপদক জেতেন তিনি। বাংলাদেশের ইমরানুর প্রথম হিটে অংশ নিয়ে ৬.৬০ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হন। প্রাথমিক হিটের চেয়ে সেমিফাইনালে হিটে ইমরান ০.০২ সেকেন্ড কম টাইমিং করেছেন।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘ইমরান নিজের হিটে দ্বিতীয় এবং দুই হিট মিলিয়ে শীর্ষ তিনে থাকায় তার ফাইনাল খেলা নিশ্চিত।’ দুই হিট থেকে শীর্ষ চার জন করে আট জনের ফাইনাল খেলার কথা। ইমরানের হিটে প্রথম হয়েছেন ওমানের আলী আনোয়ার। তার টাইমিং ৬.৫০ সেকেন্ড।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net