বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

‘আমরা কি শেখ হাসিনার ডাকে আরেকটি মুক্তিযুদ্ধ করতে পারি না?’

নোয়াখালীর মাইজদীতে স্থানীয় এমপি একরাম চৌধুরীর শান্তি সমাবেশ।

by ঢাকাবার্তা
শান্তি সমাবেশে একরাম চৌধুরী

মাইজদী প্রতিনিধি ।।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকায় গিয়ে মারামারি করে যাঁরা বাড়িতে ফিরেছেন, বাড়ি বাড়ি গিয়ে তাঁদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

আজ রোববার বিকেলে নোয়াখালীর মাইজদীর আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে এ নির্দেশনা দেন জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক। তবে সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না।

সমাবেশে একরামুল করিম চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা ঢাকায় গিয়ে মারামারি করে বাড়িতে এসেছে, বাড়ি বাড়ি গিয়ে তাদের তালিকা তৈরি করে আমাকে অথবা থানার ওসিকে দিন। ঢাকায় গিয়ে তারা ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের নেতা ও পুলিশের খোঁজ করেছে, আমরাও গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজ করব।’

সংসদ সদস্য একরামুল এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এ সমাবেশের আয়োজন করা হয়েছে দাবি করেন। তিনি দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘আজকের ব্যানারে লেখা আছে শান্তি ও ঐক্যের সমাবেশ। আমি কাউকে মাইনাস করে রাজনীতি করতে চাই না। আমি ঐক্যের জন্য ডাক দিয়েছি, কে আসবে, কে আসবে না, আমি জানি না। তবে আমি আমার কর্মীদের পাশে আছি। আমার বাবা হাজি ইদ্রিস, মালেক উকিল বঙ্গবন্ধুর ডাকে একাত্তরে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। আমরা কি শেখ হাসিনার ডাকে আরেকটি মুক্তিযুদ্ধ করতে পারি না?’

এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ওরফে নাছের, জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক প্রমুখ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net