রাজনীতি ডেস্ক।।
বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ পাশাপাশি বসবাস করে এবং এই দেশের মানুষ অসাম্প্রদায়িক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেছেন, “রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন আমরা সবাই বাংলাদেশি। এদেশে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই। বাংলাদেশের মত অসাম্প্রদায়িক রাজনীতি পৃথীবির কোথাও নেই।”
১৩ অক্টোবর কুমিল্লা নগরীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ রয়েছে। এতে কয়েকজন আহত হয়।
শনিবার হামলার ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। তারা আহতদের সমবেদনা জানান। এর আগে সকালে রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।
পরিদর্শন শেষে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় শ্মশান কালী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
কুমিল্লার সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘মদমুক্ত’ পূজার মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা বলেন, “গণতন্ত্র নেই বলে আজকে দেশের এই অবস্থা। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিয়েছে। জনপ্রতিনিধি যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হতেন, তাহলে তিনি এমন কথা বলতে পারতেন না।
“কারণ আগামী দিনে তাকে আবার জনগণের কাছে আসতে হত ভোটের জন্য। বিনাভোট আর রাতের ভোটে নির্বাচিত হওয়ায় তারা এখন যা মুখে আসে তাই বলতে পারেন।”
বরকত উল্লাহ বুলু আরও বলেন, “দেশের মানুষ এখন তাদের ভোটের অধিকার চায়। আমরা দেশে সব ধর্মের মানুষের সহাবস্থান চাই। কুমিল্লার এই ঘটনা নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে; নিন্দার ঝড় উঠেছে। আমরা বিশ্বাস করি, অচিরেই দেশে পরিবর্তন ঘটবে। আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
আরও পড়ুনঃ গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর শর্ত সাপেক্ষে আবারও আওয়ামী লীগের ক্ষমা পেলেন