সোমবার, মার্চ ১৭, ২০২৫

আমিরাত আরব বিশ্বে রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার : পুতিন

by ঢাকাবার্তা
ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাচ্ছেন মোহাম্মদ বিন জায়েদ

ঢাকাবার্তা ডেস্ক ।। 

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে গতকাল বুধবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এ সফরে অন্যান্য বিষয়ের মধ্যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়টিও থাকবে বলে মনে করা হচ্ছে।

গতকাল আবুধাবিতে পৌঁছানোর পর পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাঁকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ।

পরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। মোহাম্মদ বিন জায়েদের উদ্দেশে পুতিন বলেন, ‘মূলত আপনার অবস্থানের কারণে আমাদের সম্পর্ক একটি অভূতপূর্ব উচ্চপর্যায়ে পৌঁছেছে।’ তিনি আরও বলেন, আমিরাত আরব বিশ্বে রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার।

পুতিনের এ সফরে তেলের দামসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। গাজায় ইসরায়েলের অভিযানের বিষয়টিও এতে স্থান পাবে বলে মনে করা হচ্ছে। এ সংঘাত অবসানে শুরুতে থেকেই জোরালো আহ্বান জানিয়ে আসছে ক্রেমলিন।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু পর পুতিন শুধু দখলকৃত ইউক্রেন, চীন ও ইরান সফর করেছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net