শুক্রবার, জুলাই ১১, ২০২৫

আম্বানিকে টপকে এশিয়ার সেরা ধনী আদানি

by ঢাকাবার্তা
মুকেশ আম্বানি ও গৌতম আদানি

ঢাকাবার্তা ডেস্ক ।। 

ভারতের গৌতম আদানি আবারও ভারত এবং সেই সঙ্গে এশিয়ারও শীর্ষ ধনীর আসনে অধিষ্ঠিত হয়েছেন। শুধু কি তা-ই? বৈশ্বিক বিলিয়নিয়ার লিস্ট বা শতকোটিপতির তালিকায়ও তাঁর ব্যাপক উত্থান ঘটেছে। বদৌলতে তিনি হয়ে গেছেন বিশ্বের ১২তম শীর্ষ ধনী। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্যানুসারে, গৌতম আদানির মোট সম্পদের মূল্য বৃদ্ধি পেয়ে এখন ৯৭ দশমিক ৬ বিলিয়ন বা ৯ হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। খবর সিএনএনের।

গত দুই দিনে গৌতম আদানির সম্পদের মূল্য বেড়েছে ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি ডলার। ফলে তিনি স্বদেশি মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনীর আসন পুনরুদ্ধার করেছেন। বর্তমানে মুকেশ আম্বানির সম্পদের মূল্য ৯৭ বিলিয়ন বা ৯ হাজার ৭০০ কোটি ডলার।

বিদায়ী ২০২৩ সালের জানুয়ারি মাসে হিনডেনবার্গ প্রতিবেদনের জেরে গৌতম আদানির সাম্রাজ্য লন্ডভন্ড হয়ে গিয়েছিল। কিন্তু গত বুধবার ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া এক রায়ে স্বস্তি ফিরে পেয়েছে গৌতম আদানির কোম্পানি। শীর্ষ আদালত এ বিষয়ে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) অভ্যন্তরীণ তদন্তে আস্থা রেখেছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net