শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

আরও ১৩ জনের করোনা শনাক্ত

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৯ জন।

by ঢাকাবার্তা ডেস্ক
আরও ১৩ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার।।

দেশে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এ সব রোগী শনাক্ত হয়। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ২২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৯ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net