বিনোদন ডেস্ক।।
গুঞ্জনটা দু’দিন আগেই হঠাৎ ছড়িয়েছিল। কিন্তু সেভাবে বেগ পায়নি। অথচ বড়দিনের আগের রাতে সেটা সত্যি হয়ে গেলো। হ্যাঁ, ফের বিয়ে করলেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। রবিবার (২৪ ডিসেম্বর) জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি। পাত্রীর নাম শুরা খান। তিনি মেকআপ আর্টিস্ট হিসেবে বলিউডে নাম কামিয়েছেন। আরবাজ খান প্রযোজিত সিনেমা ‘পাটনা শুক্লা’ ছবিতে কাজ করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্ক হয়। এরপর তা প্রেমে গড়ায় এবং সবশেষে বিয়েতে পরিণতি পেলো।
বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে আরবাজ খান লিখেছেন, ‘আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমি এবং আমার (প্রেয়সী) ভালোবাসা ও একসঙ্গে থাকার নতুন জার্নি শুরু করলাম আজ। আপনাদের সবার দোয়া ও শুভেচ্ছা চাই।’ এদিকে বিয়ের জমকালো আয়োজনে আনন্দের কমতি ছিল না। ভাইয়ের বিয়েতে উল্লাসে নেচেছেন সালমান খান। ‘দাবাং’ সিনেমার জনপ্রিয় গান ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’-এর তালে নেচেছেন সাল্লু। এছাড়া আরবাজ খানের পুত্র আরহান খানও ছিলেন বেশ উচ্ছ্বসিত। তাই গিটার হাতে নিয়ে বাজিয়েছেন বাবার নতুন বিয়েতে।
এর আগে আরবাজ খান বিয়ে করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালাইকা আরোরাকে ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ ১৮ বছরের সংসারে তারা ইতি টানেন ২০১৬ সালে। তবে কাগজপত্রে বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এই সংসারের পুত্র আরহান খান। এরপর অবশ্য মডেল-অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সেটা বেশি দিন টেকেনি। উল্লেখ্য, আরবাজ খান হলেন বলিউডের নামজাদা চিত্রনাট্যকার সেলিম খানের পুত্র। সালমান খান ও সোহেল খান তার ভাই।