সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

আল আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করে ইহুদিদের অনুমতি ইসরায়েলের

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

by ঢাকাবার্তা ডেস্ক
আল আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করে ইহুদিদের অনুমতি ইসরায়েলের

বিদেশ ডেস্ক।।

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র স্থানটির দেখাশোনার দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগ জানায়, গত কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মতো আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। একইসঙ্গে তারা মুসলিমদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশে বাধাও দিয়েছে।

এদিকে ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানায়, আল আকসায় কেবল মুসলিমরা প্রার্থনা করতে পারে। তা সত্ত্বেও ইসরায়েলি পুলিশ সেখানে ইহুদিদের প্রবেশ এবং আচার-অনুষ্ঠান পালনের অনুমতি দিয়েছে, যা পবিত্র এই স্থান ব্যবহারের শর্ত লঙ্ঘন।

আরও পড়ুনঃ ইসরায়েলের দিকে তাক করা আছে হিজবুল্লাহর দেড় লাখ রকেট-ক্ষেপণাস্ত্র

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net