শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইংল্যান্ডকে রেকর্ড রানের টার্গেট দিলো ভারত

বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত সবকটি উইকেট হারিয়ে করে ৩৯৬ রান। জবাবে ইংল্যান্ড অলআউট হয়ে মাত্র ২৫৩ রানে।

by ঢাকাবার্তা ডেস্ক
ইংল্যান্ডকে রেকর্ড রানের টার্গেট দিলো ভারত

খেলা ডেস্ক।।

বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত সবকটি উইকেট হারিয়ে করে ৩৯৬ রান। জবাবে ইংল্যান্ড অলআউট হয়ে মাত্র ২৫৩ রানে। এরপর ১৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত অবশ্য ২৫৫’র বেশি করতে পারেনি। তাতেই অবশ্য কাজ হয়ে যায় তাদের। ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৩৯৯ রানের। যে রান তাড়া করে ইংলিশরা কখনো জিতেনি। আর এশিয়ার মাটিতে তো প্রশ্নই আসে না।

এশিয়ায় ইংল্যান্ড চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ২৪১ রান করেছিল। তাও সেই ১৯৬৪ সালে। সেই টেস্টটি অবশ্য ড্র হয়েছিল। এছাড়া ১৯৬১ সালে লাহোরে তারা সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে জিতেছিল। মিরপুরে ২০০৯ সালে একই রান তাড়া করে বাংলাদেশের বিপক্ষে জিতেছিল তারা।

অবশ্য ২০২২ সালের জুলাইতে ঘরের মাঠে (বার্মিংহ্যাম) তারা ৩৭৮ রান তাড়া করে জিতেছিল ভারতের বিপক্ষে। তবে ভারতের মাটিতে ইংল্যান্ড অনুপ্রেরণা নিতে পারে স্বাগতিকদের কাছ থেকে। ২০০৮ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই ভারত ৩৮৭ রান তাড়া করে জিতেছিল। আর ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৫৬৮ রানের টার্গেট তাড়া করে ভারত করেছিল ৩৯৭ রান। এখন দেখার বিষয় ৩৯৯ রানের রেকর্ড তাড়া করে জিততে পারে কিনা ইংলিশরা।

 

আরও পড়ুন: পোপের ইনিংসের পর হার্টলির ঘূর্ণিতে ভারতকে হারালো ইংল্যান্ড

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net