সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

৩৬৫ রানের বিশাল রান পাহাড়েই শেষ পর্যন্ত চাপা পড়েছে বাংলাদেশ।

by ঢাকাবার্তা ডেস্ক
ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৮.২ ওভারে ২২৭/১০, লক্ষ্য ৩৬৫  (মোস্তাফিজ ৩*; তানজিদ ১, শান্ত ০, সাকিব ১, মিরাজ৮, লিটন ৭৬, মুশফিকুর রহিম ৫১, তাওহীদ হৃদয় ৩৯, শেখ মেহেদী ১৪, শরিফুল ১২, তাসকিন ১৫)

খেলার ফল: ইংল্যান্ড ১৩৭ রানে জয়ী।

Reece Topley was too hot to handle for the Bangladesh top-order batters, Bangladesh vs England, World Cup, Dharamsala, October 10, 2023

ইংল্যান্ড ৫০ ওভারে ৩৬৪/৯ (মালান ১৪০, রুট ৮২, বেয়ারস্টো ৫২)

৩৬৫ রানের বিশাল রান পাহাড়েই শেষ পর্যন্ত চাপা পড়েছে বাংলাদেশ। বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে ১৩৭ রানে।

Jos Buttler goes big, Bangladesh vs England, Dharamsala, ODI World Cup, October 10, 2023

জয়ের লক্ষ্যে ৪৯ রানে টপ অর্ডারের চার উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। তানজিদ, নাজমুল শান্ত, সাকিব ও মেহেদী মিরাজ কোনও অবদান রাখতে পারেননি। যার ধাক্কাটা পরের ব্যাটাররা আর সামাল দিতে পারেননি। ওপেনার লিটস দাস ৬৬ বলে ৭৬ রানের ইনিংস খেলে হার ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু ইনিংস লম্বা না হওয়ায় কাজের কাজ কিছু হয়নি। প্রয়োজনের সময় বড় জুটি না হওয়ায় ধীরে ধীরে ম্যাচ থেকে তারা ছিটকে গেছে। মুশফিক ৫১, হৃদয় ৩৯ রানে থেমেছেন।

Mahedi Hasan finally had something to smile about as he picked out Dawid Malan, Bangladesh vs England, Dharamsala, ODI World Cup, October 10, 2023

শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে বাংলাদেশ অলআউট হয়েছে ২২৭ রানে। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন রিস টপলি। ৪৯ রানে দুটি নিয়েছেন ক্রিস ওকস। একটি করে নিয়েছেন স্যাম কারান, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন।

আরও পড়ুনঃ সরাসরি/ বাংলাদেশ বনাম ইংল্যান্ড

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net