সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

ইংল্যান্ড চরম ব্যাটিং বিপর্যয়ে, ১৫৭ লক্ষ্য দিলো শ্রীলঙ্কাকে

এই নিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ড তাদের ইনিংসে দশটি উইকেট হারিয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
ইংল্যান্ড চরম ব্যাটিং বিপর্যয়ে, ১৫৭ লক্ষ্য দিলো শ্রীলঙ্কাকে

খেলা ডেস্ক।।

৪৫ রানে প্রথম উইকেট হারানোর পরের ৪০ রানে আরও ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংলিশরা।  পরের ৭২ রান তুলতে ইংল্যান্ড হারায় আরো ৫ উইকেট। এই নিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ড তাদের ইনিংসে দশটি উইকেট হারিয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশাল রান তাড়া করতে তারা ১০ টি উইকেট খুইয়ে ফেলে।

৪৫ রানে প্রথম উইকেট হারালো ইংল্যান্ড

দলীয় ৪৫ রানে প্রথম উইকেট হারালো ইংল্যান্ড। অ্যাঞ্জেলো ম্যাথিউসের করা ৭ম ওভারের তৃতীয় বল খেলতে গিয়ে কুশাল মেন্ডিসের তালুবন্দি হলেন ডেভিড মালান। ফেরার আগে ২৫ বলে ৬ বাউন্ডারিতে ২৮ রান করেন ইংলিশ ওপেনার। ৮.১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৫৩ রান।

Maheesh Theekshana had an LBW decision turned down, England vs Sri Lanka, Men's ODI World Cup, Bengaluru, October 26, 2023

টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। দুপুর আড়াইটায় বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

There was more gloom heading Jos Buttler's way who once again fell for a low score, England vs Sri Lanka, Men's ODI World Cup 2023, Bengaluru, October 26, 2023

 

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ এবং মার্ক উড।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশঙ্ক, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং দিলশান মাদুশঙ্কা।

 

আরও পড়ুন: পিসিবি বিবৃতি দিয়ে বিশ্বকাপে বাবরদের জন্য সমর্থন চাইল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net