রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

ইজতেমায় ডিউটিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

by ঢাকাবার্তা ডেস্ক
ইজতেমায় ডিউটিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

রাজধানী ডেস্ক।।

বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে আসার পথে বাসের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসান নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জ জেলা আদালতে কর্মরত ছিলেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মানিকগঞ্জ জেলা আদালতে কর্মরত এএসআই হাসান একটি পালসার মোটরসাইকেল যোগে (ঢাকা মেট্রো-ল-৬১-৪৩৬৪) ইজতেমায় দায়িত্ব পালন করতে আসছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় এলে পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় এএসআই হাসান গুরুতর আহত হন।

তিনি আরও জানান, টঙ্গী থানা পুলিশ তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

আরও পড়ুন:  ৪৯ বছরে ডিএমপি: মানুষের আস্থার প্রতীক হওয়ার আহ্বান

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net