সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

ইডেনের রোহিত-বাভুমাদের ম্যাচের টিকেট কালোবাজারে

২,৫০০ টাকার টিকিট বিক্রি ১১ হাজারে, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ১

by ঢাকাবার্তা
ভারত-বনাম-দক্ষিণ-আফ্রিকা

ঢাকাবার্তা ডেস্ক ।। 

ক্রিকেট বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকেট কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ২০টি টিকেট উদ্ধার করেছে পুলিশ। ২,৫০০ টাকার টিকেট তিনি ১১,০০০ টাকায় বিক্রি করছিলেন বলে অভিযোগ।

বিভিন্ন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কলকাতার ৮ নম্বর নেতাজি সুভাষ রোডে গিলেন্ডার হাউস নামের একটি বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। সেখান থেকে অঙ্কিত আগরওয়াল নামের ৩২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউ আলিপুরের বাসিন্দা অঙ্কিতের কাছ থেকে ২০টি টিকেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। অঙ্কিতকে জেরা করছে পুলিশ। কী ভাবে অতগুলি টিকেট সে পেয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও সে টিকেটের কালোবাজারি করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ক্রিকেট বিশ্বকাপে টিকেট নিয়ে বিতর্ক বাড়ছে। টিকেট বিক্রি শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই বেশির ভাগ ম্যাচের টিকেট বিক্রি হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। যদিও প্রতিযোগিতা শুরু হওয়ার পর দেখা গিয়েছে, অন্য দল তো বটেই, ভারতের ম্যাচেও মাঠ পুরো ভরছে না। তার পরে অনেক ম্যাচের আগে দ্বিতীয় বা তৃতীয় বার টিকেট বিক্রি হয়েছে। তার মধ্যেই এ বার কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net