রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

ইধিকার উত্থান ঢাকায়, ফল মিলছে কলকাতায়!

প্রিয়তমা’ ইধিকার প্রথম সিনেমা। অর্থাৎ ঢালিউড থেকেই তার বড় পর্দায় অভিষেক হয়েছে, সেটাও রাজকীয় বটে! আর এই উত্থানের ফল মিলছে তার নিজ শহর কলকাতায়, তথা টলিউডে

by ঢাকাবার্তা ডেস্ক
ইধিকার উত্থান ঢাকায়, ফল মিলছে কলকাতায়!

বিনোদন ডেস্ক।।

ইধিকা পাল। কলকাতার টিভি সিরিয়াল দেখা কিছু দর্শক ছাড়া কারও কাছে মুখটি পরিচিত ছিল না। সেই অপরিচিত মুখের তরুণীর বিস্ময়কর উত্থান হলো গত বছর। ঢাকাই নায়ক শাকিব খানের নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রে আসেন তিনি। আর ‘প্রিয়তমা’ নামের ছবিটি মুক্তির পর অসামান্য সাফল্য তাকে জনপ্রিয়তার সারিতে নিয়ে আসে। ইধিকা থেকে তিনি দর্শকের কাছে হয়ে ওঠেন প্রিয়তমা।

ইধিকা পাল।। ঢাকাবার্তা।।

ইধিকা পাল।। ঢাকাবার্তা।।

বলা জরুরি, ‘প্রিয়তমা’ ইধিকার প্রথম সিনেমা। অর্থাৎ ঢালিউড থেকেই তার বড় পর্দায় অভিষেক হয়েছে, সেটাও রাজকীয় বটে! আর এই উত্থানের ফল মিলছে তার নিজ শহর কলকাতায়, তথা টলিউডে। সেখানকার সুপারস্টার দেবের সঙ্গে অভিনয় করছেন তিনি। বেশ কয়েক বছর ধরে পারিবারিক ও সামাজিক গল্পে কাজ করছেন দেব। তবে ফের অ্যাকশন অবতারে হাজির হচ্ছেন ‘পাগলু’ তারকা। নতুন ছবির নাম ‘খাদান’। আর এতেই তার বিপরীতে থাকছেন ইধিকা। ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে কলকাতার পত্রিকা আনন্দবাজারকে নায়িকা বলেছেন, ‘খুব ভালো লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। তার সঙ্গে চাই আগের মতো এবারও যেন দর্শক আমার পাশে থাকেন।’

এদিকে ১ জানুয়ারি নতুন ছবিটির মোশন পোস্টার শেয়ার করে দেব বলেছেন, “আজকের দিনে এই ধরনের ছবি তৈরি করা একটা চ্যালেঞ্জ আর এক্সপেরিমেন্টও বটে। দেখা যায় কী হয়। ২০২৪ সালে আমার নতুন ছবি ‘খাদান’। হ্যাপি নিউ ইয়ার।” উল্লেখ্য, ‘প্রিয়তমা’র পর আরও একটি সিনেমায় যুক্ত হন ইধিকা। সেটার নাম ‘কবি’। তবে এটিও বাংলাদেশি ছবি। হাসিবুর রেজা কল্লোলের নির্মাণে এই ছবিতে তার সঙ্গে থাকছেন শরিফুল রাজ। ‘খাদান’ নির্মাণ করছেন সুজিত দত্ত। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। ছবিটি এ বছরই মুক্তি পাবে।

 

আরও পড়ুন: পিয়াকে বিয়ে, নেটিজেনদের কটাক্ষ, মুখ খুললেন পরমব্রত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net