বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ইনস্টাগ্রামে ৫ মিলিয়ন কৃতজ্ঞতা জানালেন তিশা

এবার সামাজিক এ যোগাযোগ  মাধ্যমে এ অভিনেত্রীর ৫ মিলিয়ন অনুসারী উদ্‌যাপন করলেন। এ উপলক্ষে কেকও কাটেন তিশা

by ঢাকাবার্তা ডেস্ক
ইনস্টাগ্রামে ৫ মিলিয়ন কৃতজ্ঞতা জানালেন তিশা

বিনোদন ডেস্ক।।

ইনস্টাগ্রামে বেশ আগে থেকেই সরব অভিনেত্রী তানজীন তিশা। এবার সামাজিক এ যোগাযোগ  মাধ্যমে এ অভিনেত্রীর ৫ মিলিয়ন অনুসারী উদ্‌যাপন করলেন। এ উপলক্ষে কেকও কাটেন তিশা। সেই ছবি ফেসবুকে পোস্ট করেন। সবাইকে ধন্যবাদ জানান তিনি। তিশা বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনস্টাগ্রামে ৫ মিলিয়ন অনুসারী পূর্ণ হলো। এটা আমার জন্য ভালো লাগার ব্যাপার। সবার প্রতি কৃতজ্ঞতা।

 

আরও পড়ুন: বিটিভিতে ‘ভালোবেসে বিয়ে’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net