বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ইনারিতুর পরের ছবিতে টম ক্রজ

টম ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং’ সিনেমায়। অন্যদিকে আলেহান্দ্রো গনজালেস ইনারিতু এ সময়ে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী পরিচালক।

by ঢাকাবার্তা ডেস্ক
ইনারিতুর পরের ছবিতে টম ক্রজ

বিনোদন ডেস্ক।।

নন্দিত ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর পরের সিনেমায় দেখা যাবে টম ক্রুজকে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি ও ডেডলাইন খবরটি নিশ্চিত করেছে। ২০১৫ সালে অস্কারজয়ী ‘দ্য রেভেন্যান্ট’-এর পর এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম ইংরেজি সিনেমা। জানা গেছে, কঠোর গোপনীয়তার মধ্যে এই সিনেমার কাজ এগিয়েছে। পরিচালনার সঙ্গে ছবিটির প্রযোজক ও সহচিত্রনাট্যকারও ইনরিত। সিনেমার বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি।

টম ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং’ সিনেমায়। অন্যদিকে আলেহান্দ্রো গনজালেস ইনারিতু এ সময়ে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী পরিচালক। ‘২১ গ্রামস’, ‘বাবেল’, বিউটিফুল’, ‘বার্ডম্যান’ থেকে ‘দ্য রেভেন্যান্ট’ বানিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। সেরা নির্মাতা হিসেবে দুবার অস্কার জিতেছেন ৬০ বছর বয়সী এই নির্মাতা।

 

আরও পড়ুন: ‘জোকার ২’র বাজেট ছাড়ালো ২০০ মিলিয়ন ডলার!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net