শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইমরান খানের মনোনয়ন জমা দেয়ার পর নির্বাচনে বেআইনি ঘোষিত তার দল

২০২২ সালের এপ্রিলে তিনি অনাস্থা ভোটে ক্ষমতা হারান। তখন থেকেই রাজনৈতিক সঙ্কটের কেন্দ্রে আছেন। তিনি ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত হয়েছেন

by ঢাকাবার্তা ডেস্ক
ইমরান খানের মনোনয়ন জমা দেয়ার পর নির্বাচনে বেআইনি ঘোষিত তার দল

বিদেশ ডেস্ক।।

নির্বাচনে পাকিস্তান তেহরিকে ইনসাফকে (পিটিআই) বেআইনি ঘোষণা করার আগে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে মিয়ানওয়ালিতে। পাকিস্তান পার্লামেন্টের ৮৯ নম্বর আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতা উমর বোদলা। ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে জেল হয়েছে ইমরান খানের। ফলে তিনি নির্বাচনে অযোগ্য। তা সত্ত্বেও তার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কিন্তু এদিন রাতেই নির্বাচনে তার দলকে বেআইনি ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। দলীয় প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ বাতিল করেছে। ফলে দলটি এখন কোনদিকে যায় তা-ই দেখার বিষয়। অনলাইন জিও নিউজ বলছে, পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটের কিংবদন্তি ৭০ বছর বয়সী ইমরান খান। তিনি পিটিআইয়ের প্রতিষ্ঠাতা।

 

২০২২ সালের এপ্রিলে তিনি অনাস্থা ভোটে ক্ষমতা হারান। তখন থেকেই রাজনৈতিক সঙ্কটের কেন্দ্রে আছেন। তিনি ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত হয়েছেন। দেশের সর্বোচ্চ আসনে বসেছেন। কিন্তু ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেয়ার মামলায় গত ৫ই আগস্ট তিন বছরের জেল হয় তার। এ অভিযোগ অবশ্য তিনি প্রত্যাখ্যান করেছেন। ইমরান খান চাইছেন তার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা প্রত্যাহার করা হোক। এ জন্য ইসলামাবাদ হাইকোর্টে তিনি আবেদন দিয়েছেন। আদালত তা প্রত্যাখ্যান করেছে। ফলে দলটি এ বিষয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। ওদিকে জেল হওয়ার কারণে পরবর্তী ৫ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ইমরান।

 

তার আইনজীবী দল শুক্রবার দিনের শুরুর দিকে সুপ্রিম কোর্ট থেকে তার জামিন নিশ্চিত করতে সক্ষম হন। তার মানে এই নয় যে তিনি সহসা মুক্তি পাচ্ছেন। জেল দেয়ার সময় তাকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার আইনজীবীরা ডিস্ট্রিক্ট আদালতে বলছেন, ইমরান খানকে জেলে পাঠানো এবং অযোগ্য ঘোষণা করা হয়েছে ভিত্তিহীন বিচারে।
আগামী ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনকে সামনে রেখে র‌্যালি, মিছিল মিটিং অব্যাহত রেখেছে। অন্যদিকে পিটিআই দৌড়াচ্ছে আদালতের বারান্দায়। আদালত আজ শনিবার তাদের বিষয়ে কি রায় দেন তা এখন দেখার বিষয়। যদি পাকিস্তান নির্বাচন কমিশনের রায় বহাল রাখে, তাহলে দলটি নির্বাচন থেকে ছিটকে পড়বে। সেক্ষেত্রে নির্বাচনে থাকতে হলে তাদেরকে বেছে নিতে হবে স্বতন্ত্র নির্বাচন।

 

আরও পড়ুন: কর্নাটকে উঠে গেলো হিজাব নিষেধাজ্ঞা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net