বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ইরানের অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

গত বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলে যে হামলা চালানো হয়েছিল, তা ইরানের অস্ত্র ভাণ্ডার ছিল বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দফতর– পেন্টাগনের।

by ঢাকাবার্তা ডেস্ক
ইরানের অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

বিদেশ ডেস্ক।।

গত বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলে যে হামলা চালানো হয়েছিল, তা ইরানের অস্ত্র ভাণ্ডার ছিল বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দফতর– পেন্টাগনের। ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, বৃহস্পতিবারের হামলাটি ইসরায়েল-গাজার সংঘাত থেকে আলাদা ঘটনা। শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

ব্রিফিং-এ মার্কিন প্রতিরক্ষা দফতরের এই শীর্ষ কর্মকর্তা বলেন, মার্কিন বিমান বাহিনীর দ্বারা ধ্বংস অস্ত্র ও গোলাবারুদ ইরানের বিপ্লবী বাহিনীর ব্যবহার করে আসছিল। মার্কিন কর্মকর্তাদের সুরক্ষা ও আত্মরর্ক্ষাথে এই হামলা চালায় ওয়াশিংটন।

গত ১৭ অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর ওপর ২০টির বেশি হামলা হয়েছে বলে দাবি করেছেন ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। যা বেশিরভাগই ছিল রকেট ও ড্রোন ছিল। এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর জেরেই অভিযান চালানো হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাসের সংঘাতকে কেন্দ্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় পশ্চিমা সামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া যাচ্ছে। এর পেছনে তেহরানের মদদ আছে বলে অভিযোগ বাইডেন প্রশাসনের।

 

আরও পড়ুন: গাজায় ঢুকেছে ইসরায়েলি বাহিনী, হামাসের সঙ্গে তীব্র লড়াই

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net