বিনোদন ডেস্ক।।
ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত বৃহস্পতিবার। এবারের আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা দিয়ে শুরু হয়েছে উৎসব। আয়োজনের পঞ্চম দিনে ইরানে ভিন্ন লুকের ছবিতে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ফেরেশতে’ দেখতে দর্শকদের দীর্ঘ সারি ছিল। সেই দীর্ঘ লাইনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন জয়া আহসান।
ফজর চলচ্চিত্র উৎসবে ‘ফেরেশতে’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, ছবির নির্মাতা অতাশ জমজম। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, সুমন ফারুক ও রিকিতা নন্দিনী শিমু। জয়ার সঙ্গে শিমুও অংশ নিয়েছেন উৎসবে।
আরও পড়ুন: সুমনকে হটিয়ে ‘মাসুদ রানা’ অনন্ত জলিল, সঙ্গে বর্ষা