৪৫
রাজনীতি ডেস্ক।।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনের তফসিল বাতিল ও বিরোধী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর মতিঝিল এলাকায় মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইত্তেফাক মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে যাওয়ার পথে ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। মিছিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন: সাঈদ খোকন ও তাঁর স্ত্রীর সম্পদ ২৩৮ কোটি টাকার