শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

ইসরায়েল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে লেবাননে রয়টার্সের সাংবাদিক নিহত

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা এ ঘটনার দায় ইসরায়েলকে দিয়েছেন।

by ঢাকাবার্তা ডেস্ক
ইসরায়েল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে লেবাননে রয়টার্সের সাংবাদিক নিহত

বিদেশ ডেস্ক।।

ইসরায়েলের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে লেবাননের দক্ষিণাঞ্চলে বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিক নিহত ও আরও ছয় সাংবাদিক আহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে ঘটনাস্থলে থাকা রয়টার্সের এক ভিডিওগ্রাফার জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, সাংবাদিকদের ওই দলটিতে আল জাজিরা ও অ্যাজস ফঁস প্রেসের (এএফপি) সাংবাদিকরাও ছিলেন। তারা লেবাননের ইসরায়েল সীমান্তের নিকটবর্তী আলমা আল শাব গ্রামের কাছে কাজ করছিলেন। সেখানে সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি গোলা, ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি চলছিল।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা এ ঘটনার দায় ইসরায়েলকে দিয়েছেন। এ ঘটনার বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান শুক্রবার এক ব্রিফিংয়ে বলেছেন, “স্পষ্টতই আমরা কখনোই কর্মরত কোনো সাংবাদিককে আঘাত বা হত্যা বা গুলি করতে চাই না, কিন্তু আপনারা জানেন, আমরা একটি যুদ্ধে আছি, সেখানে এমনটি ঘটতে পারে।”

তার দেশ এ ঘটনা তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন তিনি।

<div class="paragraphs"><p>ক্ষেপণাস্ত্রের আঘাতে সাংবাদিকদের ব্যবহার করা গাড়িটিও পুড়ে যায়। </p></div>

এক বিবৃতিতে রয়টার্স জানায়, সম্প্রচারকারীদের জন্য একটি লাইভ ভিডিও সংকেত দেওয়ার সময় সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন। ক্যামেরাটি একটি পাহাড়ের ঢালে স্থাপন করা হয়েছিল, তখনই বিকট এক বিস্ফোরণে ক্যামেরাটি কেঁপে ওঠে, আশপাশ ধোঁয়ায় ভরে যায় আর আর্তনাদের শব্দ শোনা যায়। রয়টার্স বলেছে, “আমাদের ভিডিওগ্রাফার ইসাম আব্দুল্লাহ নিহত হয়েছেন জেনে আমরা গভীরভাবে দুঃখিত। আমরা জরুরিভিত্তিতে আরও তথ্য অনুসন্ধান করছি, ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং ইসামের পরিবার ও তার সহকর্মীদের পাশে আছি।”

রয়টার্স জানায়, তাদের আরও দুইজন সাংবাদিক থায়ের আল সুদানি ও মাহের নাজেহ এ ঘটনায় আহত হয়েছেন এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

নাজেহ জানিয়েছেন, রয়টার্স ও আরও দুই সংবাদ সংস্থা ইসরায়েলের দিক থেকে আসা ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য ধারণ করছিল, এ সময় একটি ক্ষেপণাস্ত্র সাংবাদিকদের দলটির কাছে একটি নিচু পাথরের দেয়ালে বসে থাকা আব্দুল্লাহকে আঘাত করে। কয়েক সেকেন্ডের মধ্যেই আরেকটি ক্ষেপণাস্ত্র দলটির ব্যবহার করা গাড়ির ওপর এসে পড়ে, তাতে সেটি ভস্মীভূত হয়।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও আল জাজিরাসহ অন্য সংবাদ মাধ্যমগুলো ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ছিল বলে জানিয়েছে; তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলই ছুড়েছিল কি না, রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি। এএফপি জানিয়েছে, এ ঘটনায় তাদের দুইজন সাংবাদিক জখম হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, এ ঘটনায় তাদেরও দুই সাংবাদিক আহত হয়েছেন আর তাদের সাংবাদিক হিসেবে স্পষ্টভাবে পৃথক করা যায়। ঘটনার জন্য তারা ইসরায়েলকে দায়ী করে বলেছে, এই ‘অপরাধমূলক কাজের’ জন্য যারা দায়ী তাদের জবাবদিহি করতে হবে।

 

আরও পড়ুনঃ উত্তর গাজা ছাড়ার সময় ইসরায়েলি হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net