শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

ইসরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করছে, দাবি গাজার হাসপাতাল কর্তৃপক্ষের

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল এর আগে যত হামলা চালিয়েছে, সেগুলোতে আহত ব্যক্তিদের আঘাতের ধরনের সঙ্গে এবারের আঘাতের মিল নেই

by ঢাকাবার্তা ডেস্ক
ইসরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করছে, দাবি গাজার হাসপাতাল কর্তৃপক্ষের

বিদেশ ডেস্ক।।

গাজা উপত্যকার একটি হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় ইসরায়েল ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে। তাদের দাবি, হামলায় আহত হাসপাতালে আসা ব্যক্তিদের আঘাতের চিহ্ন আগের সময়ের চেয়ে আলাদা।

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

গাজা শহরের আল শিফা হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল এর আগে যত হামলা চালিয়েছে, সেগুলোতে আহত ব্যক্তিদের আঘাতের ধরনের সঙ্গে এবারের আঘাতের মিল নেই। ইসরায়েলের হামলায় আহত ব্যক্তিদের শরীরে এমন আঘাতের চিহ্ন আগে কখনো দেখেননি বলে তাঁর দাবি।

আল-জাজিরা অ্যারাবিককে দেওয়া সাক্ষাৎকারে সালমিয়া বলেন, ধারণা করা হচ্ছে, গাজায় ইসরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করার কারণে আঘাতের ধরন বদলে গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫ হাজার ৭০০ ছাড়িয়েছে। ইসরায়েলি বিমান হামলায় ভেঙে পড়া ভবনগুলোতে অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আরও পড়ুনঃ গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে বলায় তোপের মুখে জাতিসংঘ মহাসচিব

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net